রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

দেশ কঠিন সময় পার করছে

রায়হান রাজীব | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩

ছবি: সংগৃহীত

দেশ কঠিন সময় পার করছে

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। সংকট মোকাবেলায় দেশবাসীকে অতীতের চেয়ে আরো বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠানে এসব বলেন প্রধান উপদেষ্টা। এসময় প্রধান উপদেষ্টা বলেন, সশস্ত্রবাহিনীর সদস্যরা দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। শান্তিরক্ষা মিশনে তাদের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। যা দেশের জন্য গর্বের। বিশ্ব এখন কঠিন সময় পার করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশও এর বাইরে নয়। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। পারষ্পরিক সমঝোতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলেও জানান প্রধান উপদেষ্টা।

ভারতের সাথে বাণিজ্যে প্রভাব পড়বে না

অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন  রাজনৈতিক কারণে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তাদের (ভারতের) রাজনৈতিক বক্তব্য যাই হোক, তাদের ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হবে। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানির কথা চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রোজায় পণ্যের সংকট হবে না। বিশ্ববাজারে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে বাজারে কিছুটা সংকট চলছে। তবে সে সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন তিনি।

ভারতের শাসকগোষ্ঠী বাংলাদেশবিরোধী মিথ্যাচারে লিপ্ত’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারতের শাসক গোষ্ঠী বিভেদের রাজনীতি ও বাংলাদেশ-বিরোধী মিথ্যাচারে লিপ্ত রয়েছে উল্লেখ করে বলেছেন, ভারতের শাসকগোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তিগুলো দু‘দেশের জনগণের মধ্যে গণতান্ত্রিক সম্পর্ক ও সম্প্রীতি চায় না। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে তথ্য উপদেষ্টা একথা বলেন। ইংরেজিতে লেখা এ বিবৃতিতে তিনি বলেন, ‘দিল্লি, সংখ্যালঘু নিপীড়ন’র ধুয়া তুলে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও দেশ-পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে।’

ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা: মাহফুজ আলম

অর্ন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং দ্ব্যর্থহীনভাবে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান এবং ছাত্র-জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া। এটি দিয়েই শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা লেখেন। ভারত ও বাংলাদেশের সাথে সম্পর্ক বিষয়ে’ শিরোনামে ইংরেজিতে লেখা এ পোস্টে তিনি বলেন, ভারতের উচিত পোস্ট-‘৭৫ প্লেবুক পাল্টে বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা। এটা ‘৭৫-পরবর্তী পরিস্থিতি নয়।

ভারত বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে দেখেছে : হাসনাত

ভারত সব সময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। হাসনাত বলেছেন, ভারত সব সময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। দুই দেশের মধ্যে সম্পর্ক জনগণের সঙ্গে জনগণের নয় বা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের’ নয় বরং ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত।

আগরতলায় বাংলাদেশ মিশনে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ

ভারতের ত্রিপুরার রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার পর সেখানে ভিসা ও কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের দূতালয় প্রধান আল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

বিপিএল থিম সং এর কয়েক লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা

জমকালো আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের একাদশ আসরের থিম সং ও গ্রাফিতি প্রকাশ করেছে বিসিবি। থিম সং ও গ্রাফিতি উন্মোচনের অনুষ্ঠানে এবারের বিপিএলের উম্মাদনা সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অনুষ্ঠানে প্রথমে জুলাই বিপ্লবের নানা প্রতীকি ছবির সমন্বয়ে গ্রাফিতি প্রদর্শন করা হয়। পরে আবার এলো বিপিএল শিরোনামে প্রকাশ করা হয় থিম সংটি। এবারের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‌্যাপার হান্নান হোসাইন শিমুল। গানে নৃত্য ও মডেলিং করেছেন রিদি শেখ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top