শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

ধানের শীষে ভোট করতে দল ছাড়লেন যারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২৭

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি জোট ও প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় নতুন সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বড় ধরনের প্রভাব ফেলেছে। নতুন আরপিও অনুযায়ী, জোট করলেও নিবন্ধিত দল হিসেবে প্রার্থীকে নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে। এতে বিএনপির সঙ্গে জোট করেও ধানের শীষ প্রতীকে প্রার্থীতা নিশ্চিত করা সম্ভব নয়।

ফলস্বরূপ, একাধিক শীর্ষ নেতা নিজ দল বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে যোগ দিয়েছেন মহাসচিব ড. রেদোয়ান আহমদ, যিনি কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষে নির্বাচন করবেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের প্রার্থী হয়েছেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হবেন। এছাড়া এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর-১ আসন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে ধানের শীষে প্রার্থী হবেন।

নিবন্ধিত না হওয়ায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেননি।

বিএনপি মিত্র দল হিসেবে বিগত আন্দোলন-সংগ্রামে গণতন্ত্র মঞ্চ জোট, ১২ দলীয় জোট, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, চারদলীয় বাম জোট, লেবার পার্টিসহ প্রায় ৫৭টি দল ও জোটের সঙ্গে কাজ করেছে। এ দলগুলো মিলে মোট ২২২টি আসনের প্রার্থীতা নিয়ে বিএনপির কাছে দাবি জানিয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top