ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী আতিকুর রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪০
ঢাকা-১১ (রামপুরা–বাড্ডা–ভাটারা–হাতিরঝিল আংশিক) সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান। আসন সমঝোতার অংশ হিসেবে এই আসন থেকে নাহিদ ইসলাম নির্বাচন করবেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে ফেসবুক পোস্টে নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে এ সিদ্ধান্তের কথা জানান আতিকুর রহমান। পোস্টে তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে তিনি ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে কাজ করে আসছিলেন। ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়বদ্ধতার ঊর্ধ্বে উঠে মাঠে থাকার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
আতিকুর রহমান বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থনে ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়েছে, যা সর্বশেষ জরিপেও প্রতিফলিত হয়েছে। তিনি এলাকার জনগণ, সহযাত্রী ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এ সময়ে কারও কষ্ট হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন।
সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে তিনি বলেন, ইনসাফের বাংলাদেশ গড়তে সবাই একযোগে কাজ করবেন।
এর আগে রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপির অংশগ্রহণে ১০ দলীয় জোটের ঘোষণা দেন।
একই দিন পৃথক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে এবং আধিপত্যবাদী শক্তির অগ্রযাত্রা ঠেকাতে বৃহত্তর ঐক্য জরুরি। তিনি জানান, এনসিপি শুরুতে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিলেও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জোটগত সমঝোতায় আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।