রাজনীতির মাঠে ফিরছেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:১২

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এই মনোনয়নপত্রগুলো দাখিল করা হয়।

আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসনে তারেক রহমানের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

একই দিনে তারেক রহমানের পৈত্রিক ভিটা ও বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) আসন থেকেও তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর এই আসনের জন্য তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান তার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন আধ্যাত্মিক নগরী সিলেট থেকে। আগামী ১ জানুয়ারি (বৃহস্পতিবার) তিনি সিলেট সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। সফরকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকেই দেশব্যাপী নির্বাচনী কার্যক্রমের সূচনা করবেন।

দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফেরার পর গত শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হন। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে তিনি ছবি তোলা ও আঙুলের ছাপসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। এর পরেই দলের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে তিনি এই গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

এদিকে তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ায় এই আসনের বর্তমান মিত্র ও বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ভোলা-১ আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে।

 

এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top