বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

এনসিপি থেকে পদত্যাগ করলেন সিরাজগঞ্জ জেলা যুগ্ম সমন্বয়কারী মাহফুজা খাতুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৮:৪১

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহফুজা খাতুন দল থেকে পদত্যাগ করেছেন। তিনি চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক এবং চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

জানা গেছে, গত ২৪ ডিসেম্বর এনসিপির সিরাজগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়কারীর কাছে তিনি লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। তবে বিষয়টি তখন প্রকাশ্যে আসেনি। রোববার (৪ জানুয়ারি) তার পদত্যাগের তথ্য জানাজানি হয়।

এর আগে গত ১৭ ডিসেম্বর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ৮৬ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। ওই কমিটিতে বিএনপি ও গণঅধিকার পরিষদের সাবেক অন্তত দুই ডজন নেতাকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়।

পদত্যাগের বিষয়ে মাহফুজা খাতুন বলেন, “আমাকে না জানিয়েই এনসিপিতে পদ দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর আমি মর্মাহত হই। আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব।”

বিএনপি থেকে বহিষ্কারের প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে অবৈধভাবে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তারপরও যত দিন বেঁচে আছি, নিঃস্বার্থভাবে বিএনপির পতাকাতলেই নিজেকে আবদ্ধ রাখতে চাই।”

তার পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top