বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

চট্টগ্রাম-৬ আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৮:৪২

সংগৃহীত

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির দুই মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার।

শনিবার (৩ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যাচাই কার্যক্রমের দ্বিতীয় দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বিএনপির প্রার্থী হিসেবে দুটি মনোনয়নপত্র দাখিল করেন। এর একটি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এবং অপরটি প্রধান রিটার্নিং কর্মকর্তার বরাবর জমা দেওয়া হয়। যাচাইবাছাই শেষে তার প্রথম দাখিল করা মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বলেন, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী একই প্রার্থী একই দলের পক্ষে একাধিক মনোনয়নপত্র জমা দিলে প্রথম দাখিল করা মনোনয়নপত্রটি যাচাই করা হয়। সেটি বৈধ হলে পরবর্তী মনোনয়নপত্র আর যাচাই করা হয় না।

অন্যদিকে, গোলাম আকবর খন্দকারের দাখিল করা মনোনয়নপত্রও যাচাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

এদিন চট্টগ্রাম-৬ আসনে দাখিল করা আরও তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মঞ্জু, গণসংহতি আন্দোলনের নাছির উদ্দিন তালুকদার এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নুরী।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, রাউজান আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ নেতা ও প্রভাবশালী মনোনয়নপ্রত্যাশী হিসেবে পরিচিত। এই দুই নেতাকে ঘিরে স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও গ্রুপিং বিদ্যমান ছিল।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৪ ডিসেম্বর বিএনপি আনুষ্ঠানিকভাবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে এ আসনে দলীয় মনোনয়ন দেয়। এর পরপরই গোলাম আকবর খন্দকারের অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন, যা পরে সহিংস রূপ নেয় বলে অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি পুনর্বিবেচনা করে। এরই ধারাবাহিকতায় গত ২৮ ডিসেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠির মাধ্যমে গোলাম আকবর খন্দকারকেও একই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

একই আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, সমঝোতা বা প্রার্থী প্রত্যাহারের মাধ্যমে বিষয়টি কোন দিকে গড়ায়, সেটিই এখন রাউজানের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top