বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

খুলনায় ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রহণ

খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১১:১৬

ইসলামী বক্তা আমির হামজা। ছবি: সংগৃহীত

ইসলামী বক্তা আমির হামজার বিরুদ্ধে মামলা আবেদন গ্রহণ করেছেন খুলনার সোনাডাঙ্গা আমলী আদালত। আদালতের বিচারক মো. আসাদুর জামান মামলাটি গ্রহণ করে সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলা আবেদন করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি। মামলার আইনজীবী বাবুল হাওলাদার জানান, রবিবার আদালতে আরজি দাখিল করা হয় এবং সোমবার তা বিচারক গ্রহণ করেছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে অবমাননাকর ও ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করেছেন। এতে কোকো ও জিয়া পরিবারের সম্মান, সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে।

মামলার বাদী মো. জহিরুল ইসলাম বাপ্পি বলেন, “আমির হামজা কোকোকে নিয়ে কটুক্তি করেছেন এবং তাকে অপমান করেছেন। এ ধরনের বক্তব্য থেকে সকলকে সাবধান হওয়ার আহ্বান জানাই। আমরা চাই, আমির হামজার বক্তব্য প্রত্যাহার করা হোক এবং তাকে আইনের আওতায় আনা হোক।”

বাবুল হাওলাদার আরও জানান, আদালত মামলাটি আমলে নিয়ে সোনাডাঙ্গা থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top