রাজধানীতে প্রকাশ্যে নির্মাণ কর্মকর্তাকে গুলি, আহত ১
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৪
রাজধানীর মহাখালী এলাকায় প্রকাশ্যে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক নির্মাণ কর্মকর্তাকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মহাখালীর টিবি গেট সংলগ্ন নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নাজিমুদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে। তিনি মহাখালী এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সাইট ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
আহতের ছোট ভাই আজিম উদ্দিন জানান, বিকেলে হঠাৎ মুখে মাস্ক পরা ৮-১০ জন সন্ত্রাসী ঘটনাস্থলে এসে একজন প্রকৌশলীকে খুঁজতে থাকে। এ সময় তারা নাজিমুদ্দিনকে মারধর করে। পরে হুমকি দিয়ে চলে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুলিটি নাজিমুদ্দিনের বাঁ পায়ের হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “মহাখালী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে গুলির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।