আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখল যুব টাইগাররা।
আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে একপ্রকার বিধ্বস্ত করে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয়। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে এক পা এগিয়ে রাখে বাংলাদেশ।
গ্রুপের আরেক ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে পরাজিত হওয়ায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের সেমিফাইনাল।
যুব এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ ও শ্রীলংকা। দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট করে সংগ্রহ করেছে দুই দল। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলংকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ওই ম্যাচের জয়ী দলই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।
বাংলাদেশ যদি ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে, তাহলে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে মাঠে নামতে হবে। ১৬ ডিসেম্বর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচে জয়ী দলটির ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আছে ভারত।
কোনো অঘটন না ঘটলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠবে টিম ইন্ডিয়া। ফলে বাংলাদেশ যদি গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকাকে হারাতে না পারে, তাহলে রানার্সআপ হিসেবে সেমিতে উঠে ভারতের মুখোমুখি হতে হবে।
অন্যদিকে, বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হবে পাকিস্তান অথবা সংযুক্ত আরব আমিরাত। আগামী ১৯ ডিসেম্বর টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ২১ ডিসেম্বর মাঠে গড়াবে যুব এশিয়া কাপের ফাইনাল।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।