ভারতে নিরাপত্তা ঝুঁকি, বাংলাদেশের খেলাও অনিশ্চিত বিশ্বকাপে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৫
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতার কথা আগেই আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মঙ্গলবার এক সভায় আইসিসি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানিয়েছে। বাংলাদেশ এখনও তাদের অবস্থানে অনড়।
অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, আইসিসির রিপোর্টই দেখাচ্ছে যে ভারতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে বাংলাদেশের জন্য।
বিসিবি ও আইসিসির মধ্যে গতকাল একটি অনলাইন কনফারেন্স অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে,
“নিরাপত্তা ঝুঁকি থাকায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে। আমরা আবারও আইসিসিকে অনুরোধ করেছি, বাংলাদেশ দলের সব ম্যাচ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার জন্য।”
বিসিবি আরও জানিয়েছে,
“আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে প্রকাশিত। তাই ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যাক। দুপক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে পেতে আলোচনা অব্যাহত রাখার সম্মত হয়েছে। বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ।”
ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সংবাদ মাধ্যমকে বলেন,
“আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই, তবে ভারতে খেলা সত্যিই ঝুঁকিপূর্ণ। মোস্তাফিজ ইস্যুতে উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতি স্বীকার, ভারতে বাংলাদেশবিরোধী প্রচারণা, আইসিসির সিকিউরিটি ম্যানেজার ডেভিড মুশকারের রিস্ক রিপোর্ট—all these আমাদের ভাবাচ্ছে যে খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকেরা ঝুঁকির মুখে থাকবে।”
তিনি আশা প্রকাশ করেন,
“আইসিসি যদি সত্যিকার বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে, তাহলে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনের পদক্ষেপ নেওয়া উচিত। না হলে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ নাও করতে পারে।”
আসিফ নজরুল আরও বলেন,
“ভারতে খেললে সাময়িকভাবে নয়, দেশের জন্য ক্ষতি হতে পারে। খেলোয়াড় ও দর্শকের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে আপস করা যায় না। এটি আমাদের জাতীয় দায়িত্ব।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।