সংঘাতের মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
Nasir Uddin | প্রকাশিত: ১০ মে ২০২৫, ১৬:৪২

ভারতের সঙ্গে যুদ্ধ-উত্তেজনার মধ্যেই পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল। দেশটির আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। তবে এতে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ২৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পন মূলত অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়া রাজ্যে। এছাড়াও আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি ও উত্তর ওয়াজিরিস্তানসহ বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে।
ভৌগোলিকভাবে পাকিস্তানের অবস্থান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের একটি সংযোগস্থলে। তাই এ দুই টেকটোনিক প্লেটের কোনোটি সামান্য অবস্থান পরিবর্তন করলেই ভূমিকম্প হয় দেশটিতে। এর আগে, ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪০০ মানুষ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।