নেপালের বিক্ষোভে তারকাদের সমর্থন, আন্দোলন আরও শক্তিশালী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩০

নেপালে দুর্নীতির অভিযোগ তুলে শুরু হওয়া বিক্ষোভে রাজনৈতিক নেতাদের পদত্যাগের পাশাপাশি বিনোদনজগতের খ্যাতনামা তারকাদের সমর্থন আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।
বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা ইনস্টাগ্রামে রক্তাক্ত জুতার ছবি পোস্ট করে লিখেছেন—‘নেপালের জন্য ব্ল্যাক ডে’।
অভিনেতা মদনকৃষ্ণ শ্রেষ্ঠ ও হরিবংশ আচার্য শুরু থেকেই আন্দোলনের পাশে দাঁড়ান। হরিবংশ আচার্য বলেন, তরুণেরা শুধুই চিন্তা করে না, তারা প্রশ্ন তোলে। মদনকৃষ্ণ শ্রেষ্ঠ দুর্নীতির ভয়াবহতা তুলে ধরেন এবং তরুণদের কণ্ঠস্বর শোনার আহ্বান জানান।
গায়ক ও অভিনেতা প্রকাশ সাপুত আন্দোলনের জন্য দুই ভাইকে পাঠিয়েছেন পানি ও খাবার সরবরাহে, এবং তরুণদের শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেন।
অভিনেতা-পরিচালক নিসচল বসনেত বলেন, এবারকার আন্দোলন আলাদা, কারণ দেশের ভেতরের তরুণ নেপালিরাই নেতৃত্ব দিচ্ছে।
অভিনেত্রী ও গায়ক কেকি অধিকারী, বর্ষা রাউত, অনমোল কেসি, প্রদীপ খাড়কা, ভোলারাজ সাপকোটা, বর্ষা শিবাকোটি, এলিনা চৌহান, রচনা রিমাল ও সমীক্ষা আধিকারীও একাত্মতা প্রকাশ করেছেন।
তারা সকলকে অংশগ্রহণের আহ্বান জানান এবং আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। নেপালের তরুণেরা ও তারকাদের একত্রিত কণ্ঠস্বর দেখাচ্ছে—দেশের জন্য ন্যায় ও জবাবদিহির দাবি এখন অতীতের তুলনায় শক্তিশালী।
নেপালের বিক্ষোভে তারকাদের সমর্থন, আন্দোলন আরও শক্তিশালী
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।