বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

কাঠমান্ডুর রাজনীতিতে নারীর পদচিহ্ন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে সুশীলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৮

ছবি: সংগৃহীত

নেপালের রাজনীতিতে নেমে এসেছে এক ঐতিহাসিক পরিবর্তন। টানা বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তার পদত্যাগের পর দেশজুড়ে শুরু হয়েছে নতুন নেতৃত্বের আলোচনা।

 

এই আলোচনায় সবচেয়ে সরব হয়ে উঠেছে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্ম, জেনারেশন-জি। প্রথমদিকে তারা কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেও তিনি আন্দোলনের আহ্বানে সাড়া দেননি। ফলে আন্দোলনকারীরা নতুন বিকল্প খুঁজতে শুরু করেন।

 

মঙ্গলবার রাতে প্রায় পাঁচ হাজার তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়। বৈঠকে উপস্থিত অধিকাংশ তরুণই তার নেতৃত্বকে সমর্থন জানায়।

 

সুশীলা কার্কির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান কুলমান ঘিসিং, তরুণ রাজনৈতিক মুখ সাগর ঢাকাল এবং ধারানের মেয়র হার্কা সামপাংয়ের নামও। এমনকি জনপ্রিয় ইউটিউবার ‘র‌্যান্ডম নেপালি’র নামও কেউ কেউ প্রস্তাব করেন। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অন্যরা দায়িত্ব নিতে রাজি না হলে তবেই তিনি এগোতে প্রস্তুত।

 

যদিও আন্দোলনকারীরা সুশীলা কার্কির নাম চূড়ান্তভাবে প্রস্তাব করেছেন, তবে তার প্রধানমন্ত্রী হওয়ার পথ সহজ নয়। এজন্য তাকে সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্টের অনুমোদন নিতে হবে।

 

অলির পদত্যাগের পর থেকেই সহিংসতা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পার্লামেন্ট, সুপ্রিম কোর্টসহ একাধিক সরকারি ভবনে আগুন ধরিয়ে দেন। সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতেও হামলার ঘটনা ঘটে। এমনকি আগুনে এক সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী প্রাণ হারান। এ পর্যন্ত আন্দোলনে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

 

নেপালের তরুণ প্রজন্ম এখন পুরোনো রাজনীতিকে প্রত্যাখ্যান করে নতুন নেতৃত্ব চাইছে। সুশীলা কার্কির নাম সামনে আসা কেবল রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতই নয়, নারীর ক্ষমতায়নের দিক থেকেও এটি এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে। তরুণদের দাবি স্পষ্ট—তারা শুধু সরকার পতন নয়, বরং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে চায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top