বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব আততায়ীর গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০

ছবি: সংগৃহীত

আমেরিকার কনজারভেটিভ পার্টির সদস্য এবং ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ সহযোগী শাওলি ক্লিক ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।

ঘটনার পরপরই ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে এলাকা ঘিরে ফেলে।

এক ভিডিও বার্তায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “এটি আমেরিকানদের জন্য এক কালো অধ্যায়। হামলাটি অত্যন্ত নিন্দনীয় ও নেক্কারজনক।”

প্রাথমিকভাবে দুজনকে আটক করা হলেও তদন্তে তাদের সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়। এদিকে পুলিশের হাতে আসা একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে—হামলাটি পূর্বপরিকল্পিত ছিল।

ক্যাম্পাস কর্তৃপক্ষ ইতোমধ্যে সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top