নেপালে সরকারের পতনের পর জেনারেশন জি’র তরুণদের বিস্তৃত দাবি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩

নেপালে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের পতনের পরও পরিস্থিতি অস্থিতিশীল রয়ে গেছে। এসময় বিক্ষোভে নেতৃত্ব দেওয়া জেনারেশন জি’র তরুণরা সংবিধান পুনর্লিখন, সরাসরি নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা, তিন দশকের লুটপাটের তদন্তসহ বিস্তৃত রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবি জানিয়েছেন।
বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছেন,
-
বর্তমান প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া এবং জনগণ, বিশেষজ্ঞ ও তরুণদের অংশগ্রহণে সংবিধান সংশোধন বা পুনর্লিখন।
-
অন্তর্বর্তীকাল শেষে স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন।
-
সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব।
-
গত তিন দশকে লুট হওয়া সম্পদের তদন্ত ও অবৈধ সম্পদ রাষ্ট্রীয়করণ।
-
শিক্ষা, স্বাস্থ্য, বিচার, নিরাপত্তা ও যোগাযোগ খাতে কাঠামোগত সংস্কার।
-
বিক্ষোভে নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা এবং তাদের পরিবারকে সম্মান ও সহায়তা।
-
বেকারত্ব মোকাবিলা, অভিবাসন কমানো ও সামাজিক বৈষম্য নিরসনে বিশেষ কর্মসূচি।
সেনা মোতায়েন ও উত্তেজনা
বুধবার ভোর থেকে সেনাবাহিনী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে মোতায়েন হয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নেয়। অস্থিরতা দমনে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে পরিস্থিতি উত্তপ্তই রয়ে গেছে। রাজধানীর পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে সেনাবাহিনী রাতেই দেশজুড়ে নিরাপত্তা নিয়ন্ত্রণে নেয়।
সরকারের পতন
এর আগে সোমবারের সহিংস বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হওয়ার পর জবাবদিহির দাবিতে শত শত মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করলে ওলি পদত্যাগ করে দেশত্যাগ করেন।
সেনাবাহিনীর সতর্কতা
এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, কিছু গোষ্ঠী বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ মানুষের ক্ষতি করছে এবং সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।
বিক্ষোভকারীরা বলছেন, “এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, এটি গোটা প্রজন্ম ও দেশের ভবিষ্যতের জন্য। শান্তি জরুরি, কিন্তু তা সম্ভব কেবল নতুন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।