গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৬৪ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০২

অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে দুজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০০ জন।
২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৪ হাজার ৭৫৬ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে।
শুধু মানবিক সহায়তা নিতে গিয়েই ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৯ জনে। এছাড়া অপুষ্টি ও অনাহারে মারা গেছেন অন্তত ৪১৩ জন, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে।
জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসি ইতোমধ্যেই গাজাকে দুর্ভিক্ষ অঞ্চল ঘোষণা করেছে। গাজার সীমান্ত বন্ধ থাকায় ২৪ লাখ মানুষ এখন মারাত্মক খাদ্য সংকটে পড়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।