ভারতে গণেশ বিসর্জন শোভাযাত্রায় ট্রাক ঢুকে নিহত ৯
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২

ভারতের কর্ণাটকের হাসান জেলায় গণেশ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে পড়েছে। এতে অন্তত ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনা ঘটে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৬ জন স্থানীয় বাসিন্দা এবং ৩ জন চিকমাগালুরু, বেল্লারি ও চিত্রদুর্গা জেলার ছাত্র। আহতদের মধ্যে এখনও প্রায় ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেল ও ব্যারিকেডে ধাক্কা মারে, পরে শোভাযাত্রার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। দুর্ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চালক বর্তমানে চিকিৎসাধীন।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা এবং আহতদের পূর্ণ চিকিৎসা সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।