ট্রাম্প মাদুরোকে সতর্ক: “ক্ষমতা ছাড়াই বুদ্ধিমানের কাজ হবে”
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সতর্ক করেছেন, বলেছেন, ক্ষমতা ছাড়াই যাওয়াই এখন তার সবচেয়ে বুদ্ধিমানের পদক্ষেপ হবে। ট্রাম্প আরও বলেন, যদি মাদুরো “শক্ত চাল” চালার চেষ্টা করেন, সেটাই হবে তার শেষ ভুল।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এসব মন্তব্য করেন ট্রাম্প।
এরপরও, মাদুরো সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে রাশিয়া, এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে চীন।
মার্কিন কোস্টগার্ড ইতোমধ্যে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ তেল খাতের ওপর অভিযান শুরু করেছে। তিনটি তেল ট্যাংকার জব্দ করা হয়েছে, যেখানে প্রায় ৪০ লাখ ব্যারেল তেল রয়েছে। ট্রাম্প জানিয়েছে, এই তেল ও জাহাজ ফেরত দেওয়া হবে না, বরং যুক্তরাষ্ট্র এগুলো কৌশলগত মজুদে রাখতে বা বিক্রি করতে পারে।
ভেনেজুয়েলা সরকার এই কর্মকাণ্ডকে “আন্তর্জাতিক জলদস্যুতা” হিসেবে অভিহিত করেছে। মাদুরো বলেন, ট্রাম্প তার দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়া উচিত। পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জাতিসংঘকে লিখেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধ শুধু ভেনেজুয়েলাতেই নয়, বিশ্বব্যাপী তেল ও জ্বালানি সরবরাহে অস্থিতিশীলতা তৈরি করবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। চীনও একইভাবে এটিকে “আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন” হিসেবে অভিহিত করেছে।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করছেন, ইউক্রেন যুদ্ধের ব্যস্ততায় রাশিয়ার জন্য ভেনেজুয়েলা ইস্যুতে সক্রিয় ভূমিকা নেওয়ার সুযোগ নেই।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, তারা এই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বাড়াবে, যা লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন সংঘাতের শঙ্কা তৈরি করতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।