পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ‘এসআইআর’ নিয়ে তৃণমূলের রাজনৈতিক হুঙ্কার, মমতার চ্যালেঞ্জ বিজেপিকে
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে পৌঁছেছে। সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভায় হুঙ্কার ছুড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলা জিতে দিল্লি কাড়ব। ওরা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, যার অর্ধেকের বেশি হিন্দু।”
তিনি আরও অভিযোগ করেন যে, এসআইআর প্রক্রিয়ার সময়সীমা স্বল্প এবং তা ‘ব্লান্ডার’ হিসেবে পরিচালিত হচ্ছে। মমতা বলেন, “বিজেপি তুমি আমাদের সঙ্গে কোনো কিছু খেলেও কিছু করতে পারবে না। তুমি সব এজেন্সিকে দালাল বানিয়েছো। তাদের দাবি আরও ১.৫–২ কোটি নাম তালিকা থেকে বাদ দিতে।”
বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, “বাংলায় লড়াই করুন, বাংলায় লড়াই করলে দিল্লি কেড়ে নেব। চাইলে আমার গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথাই বলব।”
মুখ্যমন্ত্রী জানান, এসআইআর-এর খসড়া তালিকায় পশ্চিমবঙ্গে ৫৮ লাখ ভোটার বাদ পড়েছে। তিনি দলের কর্মী ও বিধায়কদের নির্দেশ দিয়ে বলেন, তালিকায় অসঙ্গতি বা বাদ যাওয়া ভোটারদের সঠিক চ্যানেলে অভিযোগের ব্যবস্থা করতে হবে।
মমতা আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রতিদিন নির্দেশ পরিবর্তন করছে। এ পর্যন্ত অন্তত ২২–২৪ বার নির্দেশ বদল হয়েছে, যার ফলে বৈধ ভোটারদের হয়রানি হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।