তাইওয়ানের আশপাশে সরাসরি গোলাবর্ষণসহ সামরিক মহড়া শুরু করল চীন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭
চীন সোমবার থেকে তাইওয়ানের আশপাশে সরাসরি গোলাবর্ষণসহ বড় সামরিক মহড়া শুরু করেছে। বেইজিং জানিয়েছে, এই মহড়ার মূল উদ্দেশ্য হলো স্বশাসিত দ্বীপটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোর কাছে অবরোধ সৃষ্টি করার সক্ষমতা যাচাই করা।
চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহড়ায় অংশ নিচ্ছে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, যুদ্ধবিমান, বোমারু বিমান ও ড্রোন। ‘জাস্টিস মিশন ২০২৫’ কোড নামে অনুষ্ঠিত এই মহড়ায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও রকেট ফোর্সের সদস্যরা অংশ নিচ্ছেন। চীনা কর্মকর্তা জানিয়েছেন, মহড়ার মাধ্যমে সমুদ্র ও আকাশে যুদ্ধ প্রস্তুতির টহল, যৌথ আধিপত্য প্রতিষ্ঠা ও গুরুত্বপূর্ণ বন্দরে অবরোধ নিশ্চিত করা হবে।
তাইওয়ান এই পদক্ষেপকে ‘সামরিক ভীতি প্রদর্শন’ আখ্যায়িত করেছে। প্রেসিডেনশিয়াল অফিসের মুখপাত্র কারেন কুও বলেছেন, চীন আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে প্রতিবেশী দেশগুলোকে হুমকি দিচ্ছে। তাইওয়ানের কোস্টগার্ড ইতোমধ্যে বড় জাহাজ মোতায়েন করে প্রতিক্রিয়ার প্রস্তুতি নিয়েছে।
চীনা কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, মহড়াগুলো তাইওয়ানের “স্বাধীনতাপন্থী বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে সতর্কবার্তা” এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষার বৈধ পদক্ষেপ। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উত্তরের কিলুং এবং দক্ষিণের কাওশিয়াং বন্দর মহড়ার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু।
উল্লেখ্য, চলতি মাসে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে বিশাল অস্ত্র বিক্রির অনুমোদন দেয়ার পরই চীন এই মহড়া শুরু করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।