মস্কো-কিয়েভ শান্তি চুক্তির খুব কাছাকাছি: ট্রাম্প ও জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফ্লোরিডায় বৈঠকের পর জানিয়েছেন, মস্কো ও কিয়েভ শান্তি চুক্তির খুব কাছাকাছি। তবে ভূখণ্ডসংক্রান্ত কিছু জটিল বিষয় এখনও মীমাংসা হয়নি।
বৈঠকের আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের কথা উল্লেখ করে বলেন, “আগের যে কোনো সময়ের তুলনায় দুই পক্ষ শান্তির আরও কাছাকাছি এসেছে। তবে শেষ পর্যন্ত চুক্তি সম্পন্ন হবে কি না, তা দেখা যাবে।”
জেলেনস্কি জানান, ২০ দফা শান্তি পরিকল্পনার ৯০ শতাংশ বিষয়ে ইতোমধ্যেই ঐকমত্য হয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে শতভাগ সমর্থন দিয়েছে। তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চয়তা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ বিষয়ে আমাদের প্রতিনিধিরা কাজ চালিয়ে যাবেন।”
তবে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের ভবিষ্যৎ এখনো স্পর্শকাতর এবং অমীমাংসিত। ট্রাম্প বলেন, ওই অঞ্চলে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠনের মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, যাতে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে কিয়েভ ওই এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে পারে। তিনি জানান, এই বিষয়ে এখনো চূড়ান্ত ঐকমত্য হয়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।