সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

মার্কিন হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা, সেনা মোতায়েনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৮:১২

সংগৃহীত

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। শনিবার স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ বলে উল্লেখ করেন।

ভাষণে প্রতিরক্ষামন্ত্রী দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশ অনুসরণ করেই সেনাবাহিনী পরিস্থিতি মোকাবিলা করছে। পাদ্রিনো বলেন, “তারা আমাদের ওপর আক্রমণ করেছে, কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না।”

এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ভেনেজুয়েলা সরকার জানায়, যুক্তরাষ্ট্র দেশটির একাধিক সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা হয়েছে। ভেনেজুয়েলা সরকার এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় এবং তা প্রত্যাখ্যান করে।

প্রেসিডেন্ট মাদুরো বলেন, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে তিনি দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা জারি করেন এবং প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শনিবার ভোরে ভেনেজুয়েলায় ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে বিবিসির খবরে বলা হয়, মাদুরোকে কীভাবে আটক করা হয়েছে বা তাকে কোথায় নেওয়া হয়েছে—সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প।

এর আগে মাদুরোকে গ্রেপ্তারে সহায়তাকারী তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল। তবে প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়ে ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি।

ঘটনাপ্রবাহ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top