সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

ট্রাম্প ইরানে ইন্টারনেট চালু করার জন্য স্টারলিংক পাঠাতে চান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১২:৫৮

ছবি: সংগৃহীত

ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সমস্যা সমাধানের জন্য দেশটিতে স্টারলিংক পাঠানোর পরিকল্পনা করছেন। এই বিষয়ে তিনি স্পেসএক্স’র প্রধান ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ট্রাম্প বলেন,

“যদি সম্ভব হয়, আমরা ইন্টারনেট চালু করার চেষ্টা করব। এই ধরনের কাজে ইলন খুবই দক্ষ। আপনাদের সঙ্গে কথা শেষ করেই আমি তাকে ফোন করব।”

উল্লেখ্য, ইরানে ২৮ ডিসেম্বর থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। দ্রুত তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০৯ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন, জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top