সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

অবশেষে উঠে গেল ইরানের ওপর আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১৭:৪৬

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মেয়াদ শেষ হওয়ায় ইরানের উপর থেকে উঠে গেছে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, ১৮ অক্টোবর রোববার থেকে কোনও আইনগত বাধা ছাড়াই যে কোনো দেশ থেকে সমরাস্ত্র কিনতে এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র বিক্রি করতে পারবে ইরান। তেহরান সময় ভোর সাড়ে ৩টা’কে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সময় বলে উল্লেখ করা হয়।

জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পাশাপাশি ইরান বিরোধী সব ধরনের চেষ্টা থেকে সরে আসতে আমেরিকার প্রতি আহবানও জানায় ইরান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে ২২৩১ নম্বর প্রস্তাবে স্পষ্ট বলা ছিল, ‘২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয় ভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। এ নিয়ে আর নতুন কোন ঘোষণা দেয়ার দরকার হবেনা’।

এনএফ৭১/আরওয়াই/জুআসা/২০২০

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top