• *** জাতীয় *** অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  *** কমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা *** সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী *** সারাদেশ *** ২ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনামন্ত্রী *** কুরবানির হাট মাতাতে আসছে কোটি টাকার ‘যুবরাজ’ *** সারাবিশ্ব *** বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন থেকে উদ্ধার ৪ শিশু *** দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


বিয়ে নিয়ে হতাশায় প্রাণ দিল বিসিএস ক্যাডার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০ ১৩:৪২

ছবি: রুমানা ইয়াসমিন

আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিসিএস ক্যাডার রুমানা ইয়াসমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ৩৭তম বিসিএসের মাধ্যমে আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে চাকরিতে যোগদান করেন রুমানা ইয়াসমিন। গাজীপুরে ট্রেনিং শেষে গত ২৪ ডিসেম্বর আজিমপুর স্টাফ কোয়ার্টারে সাবলেট ভাড়া বাসায় ফেরেন তিনি। তার সঙ্গে থাকতেন ছোট বোন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ের দাওয়াতে বাসার বাইরে থাকা ছোটবোন রুমানাকে কল দিলে কোন সাড়া মেলেনি। এরপর প্রতিবেশীকে ফোন দেয়া হলে তারা ঘরের ভেতর রুমানার কোন সাড়া-শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখেন রুমা ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুমানার খালু জানায়, রুমানার বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য হয়। এ কারণে হতাশাগ্রস্ত ছিলেন তিনি।

লালবাগ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলছে, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পরই ঘটনার সত্যতা জানা যাবে।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top