• *** জাতীয় *** বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি: সিইসি *** বাংলাদেশে খুব শিগগিরই গণঅভ্যুত্থান হবে: খন্দকার মোশাররফ *** ঢাবির পরীক্ষায় কান ও মুখ খোলা রাখার নোটিশ স্থগিত করেছেন হাইকোর্ট *** জাহাঙ্গীর মেয়র পদ ফিরে পাবেন কি না : হাইকোর্টের রায় বৃহস্পতিবার *** সারাদেশ *** ঝিনাইদহে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম উদ্বোধন *** মুন্সীগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড *** সারাবিশ্ব *** সৌদি আরবে বাস উল্টে অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯ *** ইউক্রেনকে ১৮টি লেপার্ড-২ ট্যাংক দিয়েছে জার্মানি *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


৭ই মার্চ পালনে বিএনপিকে সাধুবাদ: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মার্চ ২০২১ ১৩:৪২

৭ই মার্চ পালনে বিএনপিকে সাধুবাদ: মেয়র তাপস

'বিএনপির ৭ই মার্চ পালনকে সাধুবাদ জানাই। বিলম্বে হলেও তাঁরা অনুধাবন করতে পেরেছেন যে, ঐতিহাসিক দিবসগুলো জাতির সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এবং তা সঠিকভাবে পালনের মাধ্যমেই আমরা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে পারি।'

রোববার (০৭ মার্চ) সকালে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ধানমন্ডির-৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদেরকে সামনে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বিএনপি ঐতিহাসিক ৭ই মার্চ পালন করছে, বিষয়টি কীভাবে দেখছেন -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র বলেন, 'আমি তাঁদেরকে সাধুবাদ জানাই। বিলম্বে হলেও তাঁরা অনুধাবন করতে পেরেছেন যে, ঐতিহাসিক দিবসগুলো জাতির সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এবং তা সঠিকভাবে পালনের মাধ্যমেই আমরা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে পারি।'

বিএনপি একদিকে সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, অন্যদিকে আন্দোলনের ডাক দিয়েছে- গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, 'তাঁরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিলীন করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি। আবার ঐতিহাসিক দিবসগুলো যে তাৎপর্য বহন করে, তা যে জাতির অন্তরে স্থাপিত, সেই বিষয়টি তাঁরা বিলম্বে হলেও বুঝতে পেরেছেন, অনুধাবন করতে পেরেছেন। তাই, আন্দোলনের ডাক দেওয়া তাঁদের কুটকৌশল মাত্র। এই ডাক তাঁদের নেতাকর্মীদেরকে উৎসাহিত করে রাখা বা সংগঠনের প্রতি আকর্ষণীয় করে রাখার একটি কূটকৌশল মাত্র।'

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top