করোনামুক্ত জামাল ভূঁইয়া
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০ ০৮:৩৯

স্পোর্টস ডেস্ক:
করোনা মুক্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ হওয়ার পরই করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক।
রোববার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, জামালের করোনা নেগেটিভ এসেছে। দুই-একদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।
জামাল ভূঁইয়া বর্তমানে কাতারে আছেন। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর পুরো দল ফিরে আসলেও জামাল ব্যক্তিগত কাজে সেখানে কয়েকদিনের জন্য থেকে যান। তারপরই তিনি করোনাক্রান্ত হন।
এদিকে জামাল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কলকাতা মোহামেডান তার জায়গায় এশিয়ান কোটায় অন্য ফুটবলার খুঁজছিল। এখন তিনি সুস্থ হওয়ায় ভারতের এই দলটির হয়ে খেলার সম্ভাবনা আছে। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হবে ভারতের আই লিগ।
এনএফ৭১/আরআর/২০২০
আপনার মূল্যবান মতামত দিন: