• *** জাতীয় *** অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  *** কমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা *** সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী *** সারাদেশ *** ২ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনামন্ত্রী *** কুরবানির হাট মাতাতে আসছে কোটি টাকার ‘যুবরাজ’ *** সারাবিশ্ব *** বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন থেকে উদ্ধার ৪ শিশু *** দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


ভারতের হারে ট্রলের শিকার আনুশকা

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০ ১৫:১৩

নিজস্ব প্রতিবেদক:

অ্যাডিলেড টেস্টের তৃতীয়দিনটির কথা দুঃস্বপ্নেও কেউ কল্পনা করেনি। কল্পনাকে অতীত করে মাত্র ৩৬ রানেই গুটিয়ে যায় ভারত। ভারতের টেস্ট ইতিহাসে এটাই সর্বনিম্ন স্কোর।

বিরাট কোহলির অধীনে বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের এ কী হাল! - মানতেই পারছে না ভারতবাসী। তাই ভারতের এই ঐতিহাসিক লজ্জার দায়ভার শুধু কোহলির ওপর চাপিয়েই ক্ষান্ত হননি তারা।

কোহলির সন্তানসম্ভাবা স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ওপরও ক্ষোভ  উগড়ে দিয়েছেন তারা। 

ভারত দলের এই ব্যর্থতার সঙ্গে আনুশকার যোগসূত্রতা খুঁজছেন ভারতীয়রা। ‘নোংরা’ সমালোচনার শিকার হচ্ছেন সন্তানসম্ভাবা আনুশকা।

দেশটির সোশ্যাল মিডিয়ায় কোহলি ও তার স্ত্রীকে কেন্দ্র করে নানা ট্রল, মিম আর ব্যঙ্গাত্মক পোস্ট দেখা যাচ্ছে।

অনেকেই শেয়ার করেছেন যেখানে লেখা রয়েছে, ‘আনুশকা সন্তানসম্ভবা, আমায় তাড়াতাড়ি ফিরতে হবে। তোমরাও তাড়াতাড়ি কর।’ খেলা শুরু হওয়ার আগে নাকি ব্যাটসম্যানদের এমন কথা বলেছিলেন বিরাট। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া মিমে ভারত অধিনায়কের মুখে এ কথা বসানো হয়েছে। 

আরেকটি দেখানো হয়েছে, আনুশকাকে বলছেন কোহলি ‘ শুনো, আমরা আরসিবির সর্বনিম্ন স্কোরের রেকর্ড ভেঙে দিয়েছি।’

কোহলিকে খোঁচা দিয়ে অনেকে লিখেছেন, ‘কোহলি একজন আদর্শ স্বামী। আনুশকা অপেক্ষা করতে চাইলেও কোহলি কিছুতেই তাকে অপেক্ষা করাতে চান না।’ 

তবে কেউ কেউ আবার এমন সব মিমের প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছেন, ভারত দলের ব্যর্থতায় আনুশকাকে এভাবে কাঠগড়ায় তোলা একেবারেই যুক্তিহীন।

এনএফ৭১/আরআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top