• *** জাতীয় *** চতুর্থ মেয়াদেও জয়ী হবেন শেখ হাসিনা: ব্লুমবার্গ *** সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী আনিসুল হক *** ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে দুপুর দুইটা পর্যন্ত *** ঈদের ৬ দিন ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ *** সারাদেশ *** সুন্দরবনে হরিণের মাথাসহ দুই শিকারি আটক *** টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২ *** সারাবিশ্ব *** সূর্যের চেয়েও ৩০ বিলিয়ন গুণ বড় কৃষ্ণগহ্বরের সন্ধান *** ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ১০ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


রনিকে মনে ধরার কারণ জানালেন হাতুরাসিংহে

শাকিল খান | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩ ১২:৪০

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে খেলবেন রনি তা চিন্তাও করতে পারেননি তিনি। পারফরম্যান্স হিসেবে একেবারেই খারাপ নয়। তবে আরও ভালো করার সুযোগ ছিল। তবে কোচ চন্ডিকা হাতুরাসিংহে তার মধ্যে পেয়েছে বিশেষ কিছু। যার ফলে ওয়ানডে  দলের জন্য বিবেচনায় এসেছেন।

হাতুরাসিংহের কাছে খেলোয়াড়দের শরীরী ভাষা অনেক বেশি গুরুত্বপূর্ণ । ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে রনি তালুকদারের ২১ রানের ছোট্ট একটি ইনিংস দেখেই তাকে ওয়ানডের দলের জন্য বিবেচনায় এনেছেন কোচ।

তিনি বলেন, ‘আমাকে সে দারুণভাবে মুগ্ধ করেছে। প্রথম টি-২০র কথা যদি মনে করেন, সে যেভাবে শুরু করেছিল, সেটিই আমাদের মোমেন্টাম এনে দিয়েছিল। তার শরীরী ভাষা দেখে এবং পরে কোচিং স্টাফ ও ক্রিকেটারদের কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছি, আমাদের মানসিকতায় সবাই অবাক হয়েছে এবং শুরুটা তার মাধ্যমেই হয়েছিল।’

হাতুরাসিংহের দাবি, ‘রান আর উইকেটের চেয়ে আমি মানসিকতা বেশি দেখি। পারফরম্যান্সে ওঠা-নামা থাকেই। আমরা দেখি তার মানসিক দৃঢ়তা। ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলে সেই মানসিকতা নিয়ে খেলতে পারে, সেটিই চাই।’

রনির এই মানসিকতাই তরুণ ক্রিকেটারদের মধ‌্যে দেখতে চান হাথুরুসিংহে। আয়ারল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে যুক্ত হয়েছেন তৌহিদ হৃদয়। মাহমুদউল্লাহর জায়গায় ফিরেছেন ৭ ওয়ানডে খেলা ইয়াসির আলী।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top