• *** জাতীয় *** সৌদি রিয়াল অতিরিক্ত রাখায় এজেন্সি মালিক আটক, বিপাকে ৮২৩ হজযাত্রী *** শর্তসাপেক্ষে এসকর্ট সুবিধা পাবেন ৪ রাষ্ট্রদূত : স্বরাষ্ট্রমন্ত্রী  *** ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন *** সারাদেশ *** মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক *** বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী (১২) গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ *** সারাবিশ্ব *** সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান ইমরান খান *** করোনার নতুন ভ্যারিয়েন্ট, সপ্তাহে ৬ কোটি আক্রান্তের শঙ্কা *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


‘হাথুরুর আক্রমণাত্মক মন্ত্রেই সফল বাংলাদেশ’

শাকিল খান | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩ ১৩:১৫

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে শুরুটা দুর্দান্ত করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের প্রধান কোচ একদিন আগে জানিয়েছেন ড্রেসিং রুমে মানসিকতা বদলের বীজ বুনছেন। আর তাতেই সাফল্য ধারাবাহিক হতে শুরু করেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে তাসকিন আহমেদ জানালেন ব্যর্থতার ভয় কাটাতে সাহায্য করছেন হাথুরুসিংহে।  

দ্বিতীয় মেয়াদে চন্ডিকা হাথুরুসিংহে  শুরু করেছেন ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হার দিয়ে। সিরিজ হারলেও এক জয়ের বিপরীতে হারা ম্যাচগুলোতেও লড়াই করেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে তো ইংলিশদের কোনো ম্যাচই জিততে দেয়নি টাইগারা। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা হয়েছে হোয়াইট ওয়াশ (৩-০)। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় এসেছে হেসেখেলে।

আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে তাসকিন জানালেন হাথুরুসিংহে সহ পুরো টিম ম্যানেজম্যান্ট ড্রেসিং রুমে কি বার্তা দিচ্ছেন। আর হাথুরুসিংহে ক্রিকেটারদের কোন ভয়টা দূর করছেন? এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন তাসকিন।

তাসকিন বলেন, 'আসলে ফেয়ার অব ফেইলরের ভয়টা আটকে ছিল। ফ্রি ক্রিকেট খেলতে বলা হচ্ছে, প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট থেকে। সবাই সাপোর্ট করছে। ম্যানেজমেন্ট থেকেও ফ্রিডম দেওয়া হচ্ছে। এক্সিকিউশনে করতে দ্বিধাদ্বন্দ্ব না থাকি, কারণ স্বাধীনভাবে যেন খেলি। উজাড় করে। এই গেমটা আনতে হবে মাঠে, অ্যাগ্রেসিভ ক্রিকেট।'

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top