• *** জাতীয় *** সৌদি রিয়াল অতিরিক্ত রাখায় এজেন্সি মালিক আটক, বিপাকে ৮২৩ হজযাত্রী *** শর্তসাপেক্ষে এসকর্ট সুবিধা পাবেন ৪ রাষ্ট্রদূত : স্বরাষ্ট্রমন্ত্রী  *** ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন *** সারাদেশ *** মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক *** বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী (১২) গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ *** সারাবিশ্ব *** সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান ইমরান খান *** করোনার নতুন ভ্যারিয়েন্ট, সপ্তাহে ৬ কোটি আক্রান্তের শঙ্কা *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


‘এ’ দল নিয়ে সিডন্সের পরিকল্পনা!

শাকিল খান | প্রকাশিত: ২৩ মে ২০২৩ ১৪:২২

ছবি: সংগৃহীত

জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের ব্যাটিং উন্নতির জন্য সাবেক কোচ জেমি সিডন্স এখন কাজ করছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। ‘এ’ দলের খেলা না থাকলে কাজ করবেন বাংলা টাইগার্স ও হাই পারফরম্যান্স ইউনিটে।  সঙ্গে নানা সময়ে ব্যাটসম্যানদের নিয়ে ক্যাম্পও করবেন। যেখানে তার মূল কাজ জাতীয় দলের জন্য ব্যাটসম্যান প্রস্তুত করা। এখন আফিফ, সাইফ, জয়দের নিয়ে কাজ করছেন সিলেটে।

এক সময়ে তামিম, সাকিব, মুশফিকদের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করেছিলেন সিডন্স। তার হাত ধরেই বড় মঞ্চে তামিমরা নিজেদের মেলে ধরার সাহস পেয়েছেন। পেয়েছেন সেই স্কিল। সিডন্সের কাজ এখন ভবিষ্যতের ব্যাটসম্যান খোঁজা। 

সিডন্স বলেন, ‘চলুন আমরা সঠিক ধারনা নিই। আমি কখনো বলিনি, আমি জাতীয় দলের সঙ্গে কাজ করতে চাই না। আমি জাতীয় দলের সঙ্গেও কাজ করতে ভালোবাসি। আসলে কোথায় কাজ করছি সেটা খুব একটা গুরুত্ব বহন করে না। আমি ব্যাটসম্যানদের উন্নতিতে কাজে আসতে পারি। জাতীয় দল হচ্ছে এমন একটি জায়গা যেখানে উন্নতির সুযোগ কম এবং সেখানে খুব একটা প্রয়োজন হয় না। এখানে যারা এখন আছে তারা কিন্তু আগামীতে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে। আমি নিশ্চিত করতে চাই, তারা জাতীয় দলে নির্বাচনের আগে যেন পরিপক্ক হয়ে ওঠে। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে তারা কোনো সহজ বল পাবে না।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top