• *** জাতীয় *** সৌদি রিয়াল অতিরিক্ত রাখায় এজেন্সি মালিক আটক, বিপাকে ৮২৩ হজযাত্রী *** শর্তসাপেক্ষে এসকর্ট সুবিধা পাবেন ৪ রাষ্ট্রদূত : স্বরাষ্ট্রমন্ত্রী  *** ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন *** সারাদেশ *** মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক *** বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী (১২) গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ *** সারাবিশ্ব *** সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান ইমরান খান *** করোনার নতুন ভ্যারিয়েন্ট, সপ্তাহে ৬ কোটি আক্রান্তের শঙ্কা *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


মেসিকে অ্যাস্টন ভিলায় নিয়ে যেতে চান মার্টিনেজ

শাকিল খান | প্রকাশিত: ২৪ মে ২০২৩ ১৫:৪৯

মেসির পাশে মার্টিনেজ

২১ বছর বার্সায় কাটিয়ে ২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। পিএসজির সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো চলছে না গুঞ্জন রয়েছে। মেসির সঙ্গে পিএসজি সমর্থকদের যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে সে কথা বলাই যায়। মেসির পায়ে বল গেলেই দুয়োধ্বনি দিতে শুরু করেন পিএসজি ভক্তরা।

তবে আবার যদি এই আর্জেন্টাইন ফরোয়ার্ড অসম্মানিত হন, তাহলে বসে থাকবেন না তার জাতীয় দলের সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ। প্রয়োজনে বেতন কমিয়ে নিজের ক্লাব অ্যাস্টন ভিলায় মেসিকে খেলাবেন এই গোলরক্ষক।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মার্টিনেজ। তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই আজ পূর্ণতা পেয়েছে মেসির ক্যারিয়ার। নিজের জীবন বাজি রেখে পর্যন্ত বিশ্বকাপ জিততে তৈরি ছিলেন তিনি। তাই মেসির অপমান কোনোভাবেই সহ্য করতে পারছেন না এই গোলরক্ষক।

মার্টিনেজ বলেন, ‘যদি পিএসজি সমর্থকরা লিওকে শিস দেয়, বিদ্রুপ করে তাহলে ওকে আমি অ্যাস্টন ভিলায় নিয়ে আসব। আমি ওর পছন্দের খাবার রান্না করব। সমর্থকদের বলব, লিওর জন্য ছোট ছোট পতাকা তৈরি করে ওকে সমর্থন করতে। প্রয়োজন হলে নিজের বেতনও কমিয়ে দেব।’

মার্টিনেজ আরও বলেন, ‘বিশ্বকাপে মেসির কাছে আমার সব থেকে বড় শিক্ষা হলো কঠিন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখা। বিশ্বকাপে এমনিতেই প্রচণ্ড চাপ থাকে। সেই পরিস্থিতিতে আরো বেশি চাপ নিলে সমস্যা হয়। কিন্তু এবার আমি স্নায়ুচাপ ধরে রাখতে পেরেছিলাম বলেই সাফল্য পেয়েছি।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top