সোমবার, ২ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী ** যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে প্রধানমন্ত্রী ** যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে প্রধানমন্ত্রী ** সারাদেশ ** পুলিশের সঙ্গে রউফ বাহিনীর গোলাগুলি, আটক ৬ ** হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু ** সারাবিশ্ব ** পানির নিচে নিউইয়র্ক, জরুরি অবস্থা জারি ** পাকিস্তানে ঈদে মিলাদুন্নবির মিছিলে বোমা হামলা, নিহত ৫২ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


সুখবর দিলেন সানিয়া মির্জা

শাকিল খান | প্রকাশিত: ২৭ মে ২০২৩ ২০:৫৮

টেনিস তারকা সানিয়া মির্জা

খেলা থেকে অবসর নিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। তবে খেলা থেকে অবসর নিলেও টেনিসকে ভুলছেন না। আসছে ফ্রেঞ্চ ওপেনের নতুন রূপে দেখা যাবে তাকে। ফিরছেন ধারাভষ্যকার হিসেবে।

এ বিষয়ে সানিয়া বলেন, ‘সমর্থকরা এবার আমাকে অন্য ভাবে চিনবে। এত বছর শুধু খেলোয়াড় হিসাবে দেখে এসেছে। এবার আমার অন্য রূপ দেখবে তারা। টেনিস খেলাটা সব সময়ই বড় চ্যালেঞ্জ। কিন্তু ধারাভাষ্য দেওয়ার মধ্যেও একটা বাড়তি উত্তেজনা আছে। আশা করব আমি ধারাভাষ্য দেওয়ায় আরও তরুণ প্রতিভা টেনিস খেলতে আগ্রহী হবে। ভারতীয় টেনিসকে এগিয়ে যাবে তারা।’

৩৬ বছর বয়সি সানিয়া মেয়েদের টেনিসে এক সময় ডবলসে এক নম্বর ছিলেন। তিনি বলেন, ‘ভারতে অনেকেই টেনিস খেলা দেখে। বিশেষ করে গ্র্যান্ডস্ল্যাম। আশা করব এ বছর আরও বেশি লোকে খেলা দেখবে এবং আরও অনেকে খেলতে আগ্রহী হবে।’

প্রায় ২০ বছর আগে লাল বাহাদুর স্টেডিয়ামে প্রথম ডব্লিউটিএ সিঙ্গেলস শিরোপা জিতেছিলেন তিনি। সানিয়ার প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল সেখান থেকেই। সেই স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন তিনি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top