বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬:

বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর অনুরোধ খতিয়ে দেখছে আইসিসি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৪:৪৮

ছবি: সংগৃহীত

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টের সূচি ও ভেন্যু চূড়ান্ত করার শেষ পর্যায়ে থাকা অবস্থায় এ বিষয়ে শিগগিরই বড় সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ–এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধটি ইতিবাচকভাবে দেখছে আইসিসি। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

একইসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিবির অনুরোধ বাস্তবায়নের সম্ভাবনা মাথায় রেখে আইসিসি ইতোমধ্যেই পরিবর্তিত সূচি প্রস্তুতের কাজ শুরু করেছে।

বর্তমান সূচি ও ভেন্যু

বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ—ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে—কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া নেপালের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা রয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ২০২৬ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সম্ভাব্য বিকল্প: শ্রীলঙ্কা

কোনো বৈশ্বিক টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে ভেন্যু পরিবর্তন করা সাধারণত জটিল ও চ্যালেঞ্জিং। তবে শ্রীলঙ্কা যেহেতু এই বিশ্বকাপের সহ-আয়োজক, তাই বিসিবির অনুরোধ মেনে নেওয়া হলে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কাই হবে সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প।

নিরাপত্তা শঙ্কা ও বিসিবির সিদ্ধান্ত

ধর্মীয় উগ্রবাদীদের প্রতিবাদের মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে যাতায়াত ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে বিসিবির এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারত সফর করবে না।

এরপর আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানানো হয়।

আইসিসির জন্য স্পর্শকাতর সিদ্ধান্ত

বিসিবির এই অনুরোধ আইসিসির জন্য একটি স্পর্শকাতর বিষয়। একদিকে অনুরোধ মেনে নিলে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত হবে এবং উত্তেজনা কমবে। অন্যদিকে, ভবিষ্যতে দ্বিপাক্ষিক রাজনৈতিক বা নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের একটি নজির তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

এ ছাড়া ভেন্যু পরিবর্তন হলে আইসিসিকে বেশ কিছু পরিচালনাগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে—

  • শ্রীলঙ্কায় নতুন করে ম্যাচসূচি নির্ধারণ

  • ভারতে টিকিট বিক্রির পরিকল্পনা সংশোধন

  • অংশগ্রহণকারী দলগুলোর জন্য পরিবর্তিত লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা

যাতে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে আয়োজকদের।

আগের অভিজ্ঞতা ও পাকিস্তানের অবস্থান

উল্লেখ্য, বাংলাদেশের আগেই পাকিস্তান ভারত সফরে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। পাকিস্তানের সব ম্যাচ—এমনকি তারা কোয়ালিফাই করলে সেমিফাইনাল ও ফাইনালও—শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত সফরের সময় বাংলাদেশের অনেক সাংবাদিক ভিসা-সংক্রান্ত জটিলতার মুখে পড়ার অভিযোগ তুলেছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top