বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ,ভারতীয় গণমাধ্যমের প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৭:১৭

সংগৃহীত

মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (৫ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এটি বাংলাদেশের জনগণকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।

এই ঘটনা ভারতীয় গণমাধ্যমেরও কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আনন্দবাজার, সংবাদ প্রতিদিন, নিউজ ১৮ বাংলা, এবিপি আনন্দ এবং হিন্দুস্তান টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যম ফলাও করে বিষয়টি প্রকাশ করেছে।

এর পাশাপাশি, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাবে না বাংলাদেশ। বিসিবি ইতিমধ্যেই আইসিসিকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top