অনিশ্চয়তার ছায়ায় বিপিএল, বিশ্বকাপ প্রস্তুতি কি মাঠেই আটকে গেল?
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন এই বৈশ্বিক আসর সামনে রেখেই পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আন্তর্জাতিক সূচি না থাকায় ক্রিকেটাররা যেন বিপিএল খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করতে পারেন—এটাই ছিল মূল লক্ষ্য। তবে টুর্নামেন্টের ফাইনালের আগে সেই প্রস্তুতি নেওয়া হলেও, তার কার্যকারিতা এখন বড় প্রশ্নের মুখে।
নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ। বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের পরও সেই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। অথচ বিশ্বকাপকে ঘিরে বিপিএল শুরুর আগেই নেওয়া হয়েছিল একাধিক পরিকল্পনা। ফাইনালের দুই দিন পরই বাংলাদেশ দলের ভারতে যাওয়ার কথা ছিল। সেখানে মূল টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচিও নির্ধারিত ছিল।
কিন্তু পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে এবারের বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণই অনিশ্চিত হয়ে পড়েছে। এই অনিশ্চয়তার প্রতিফলন মিলেছে চট্টগ্রাম রয়ালসের অধিনায়ক ও বিশ্বকাপ স্কোয়াডের সদস্য শেখ মেহেদী হাসানের কণ্ঠে। তিনি বলেন,
‘ফাইনাল নিয়েই সবাই প্রস্তুতি নিয়েছে। চিন্তাও করছে ফাইনাল নিয়ে। বিশ্বকাপ আমাদের (ক্রিকেটারদের) হাতে নেই। এটা ম্যানেজমেন্টের হাতে।’
এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে বিপিএলের আনুষ্ঠানিক কার্যক্রমেও। ফাইনালের আগে দুই দলের অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচনের কোনো আয়োজন হয়নি। এমনকি প্রায় এক মাস ধরে চলা টুর্নামেন্টের ট্রফিটিও দর্শকদের সামনে আনা হচ্ছে শেষ দিনেই।
আজ ফাইনালের দিন সেই অপেক্ষার অবসান ঘটবে। সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হবে।
মাঠের ক্রিকেটে অবশ্য দেখা গেছে মিশ্র চিত্র। টুর্নামেন্টের শুরুতে ব্যাটিংয়ে ভুগেছেন জাতীয় স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটার। শেষ দিকে এসে ছন্দে ফেরেন তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম। শেষ কয়েকটি ম্যাচে দুজনই খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। এখন পর্যন্ত তাওহিদ হৃদয় ৩৮২ রান নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আর শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ৩৯৫ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন পারভেজ হোসেন ইমন।
তবে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দিতে পারেননি দুই গুরুত্বপূর্ণ ব্যাটার সাইফ হাসান ও লিটন দাস। পুরো টুর্নামেন্টজুড়েই রানের খোঁজে ভুগেছেন তাঁরা।
বোলিং বিভাগ তুলনামূলকভাবে এগিয়ে ছিল প্রস্তুতির দিক থেকে। ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের শীর্ষ উইকেটশিকারি শরিফুল ইসলাম। পাশাপাশি নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিবের পারফরম্যান্সও ছিল বেশ ইতিবাচক।
তবুও প্রশ্ন থেকে যাচ্ছে—এই প্রস্তুতি কি আদৌ কাজে লাগবে? কারণ যে মঞ্চে সেই প্রস্তুতি পরীক্ষার কথা ছিল, সেটিই এখন অনিশ্চয়তার বেড়াজালে বন্দি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।