• *** জাতীয় *** অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  *** কমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা *** সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী *** সারাদেশ *** ২ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনামন্ত্রী *** কুরবানির হাট মাতাতে আসছে কোটি টাকার ‘যুবরাজ’ *** সারাবিশ্ব *** বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন থেকে উদ্ধার ৪ শিশু *** দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


করোনার হানায় স্থগিত হলো পিএসএল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২১ ১০:২৮

করোনার হানায় স্থগিত হলো পিএসএল

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ স্থগিত করা হয়েছে। নতুন করে তিনজন খেলোয়াড়ের করোনা পজিটিভের খবর শুনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তারা বৃহস্পতিবার (০৪ মার্চ) জরুরি বৈঠকে বসে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয়। পিএসএলে এখন পর্যন্ত মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ছয়জন ক্রিকেটার।

পিসিবি জানিয়েছে, দলের মালিকদের সঙ্গে কথা বলে সকলের স্বাস্থ্যগত বিষয়টি বিবেচনায় নিয়ে পিএসএল স্থগিত করা হয়েছে। এখন পিসিবির লক্ষ্য পুনরায় পিসিআর টেস্টের ব্যবস্থা করা, ভ্যাকসিনের ব্যবস্থা করা ও অংশগ্রহণকারী সকল দলের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা।

এখন পর্যন্ত টুর্নামেন্টের ৩৪টি ম্যাচের মধ্যে ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ১ মার্চ পিএসএলে প্রথম করোনা ধরা পড়ে। করোনা পজিটিভ হন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা অস্ট্রেলিয়ান লেগস্পিনার ফাওয়াদ আহমেদ। পরের দিন দুজন ক্রিকেটার এবং একজন সাপোর্ট-স্টাফের শরীরে করোনা ধরা পড়ে।

পিএসএলের এবারের সব ম্যাচ পাকিস্তানে আয়োজন করছে পিসিবি। খেলা স্থগিত করার আগেই লাহোর লেগের ম্যাচগুলো বাতিল করে সব ম্যাচ করাচিতে আয়োজন করার কথা ভাবছিল পিসিবি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top