• *** জাতীয় *** বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি: সিইসি *** বাংলাদেশে খুব শিগগিরই গণঅভ্যুত্থান হবে: খন্দকার মোশাররফ *** ঢাবির পরীক্ষায় কান ও মুখ খোলা রাখার নোটিশ স্থগিত করেছেন হাইকোর্ট *** জাহাঙ্গীর মেয়র পদ ফিরে পাবেন কি না : হাইকোর্টের রায় বৃহস্পতিবার *** সারাদেশ *** ঝিনাইদহে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম উদ্বোধন *** মুন্সীগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড *** সারাবিশ্ব *** সৌদি আরবে বাস উল্টে অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯ *** ইউক্রেনকে ১৮টি লেপার্ড-২ ট্যাংক দিয়েছে জার্মানি *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


শেবাগ-শচীনের ব্যাটিংয়ে পাত্তাই পেলেন না রফিকরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২১ ১০:২৭

শেবাগ-শচীনের ব্যাটিংয়ে পাত্তাই পেলেন না রফিকরা

ভারতে অনুষ্ঠিত হচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে। এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে। বাংলাদেশ থেকে মোহাম্মদ রফিকের নেতৃত্বে অংশ নিচ্ছে বাংলাদেশ লেজেন্ডস দল।

শুক্রবার (০৫ মার্চ) ইন্ডিয়া লেজেন্ডসের কাছে ১০ উইকেটে হেরেছে মোহাম্মদ রফিকের দল।

এদিন রায়পুরে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশের দেয়া ১১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক ভারত। দলের পক্ষে বীরেন্দের শেবাগ ৩৫ বলে ১০টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৮০ রান করে অপরাজিত থাকেন। ২৬ বলে ৫টি চারের সাহায্যে ৩৩ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক শচীন টেন্ডুলকার।

এর আগে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১০৯ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ওপেনার নাজিমউদ্দিন ৩৩ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ রান করেন। ১৯ বলে ১২ রান করেন জাভেদ ওমর। ২৪ বলে ১২ করেন রাজিন সালেহ। বাকিরা কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

ভারতীয় বোলারদের মধ্যে বিনয় কুমার ২টি, মনপ্রিত গনি ১টি, প্রজ্ঞান ওঝা ২টি, যুবরাজ সিং ২টি ও ইউসুফ পাঠান ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন বীরেন্দের শেবাগ।

এদিন বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে নাজিমউদ্দিনের ঝড়ু ব্যাটে দারুণ শুরু করে। ওপেনিং জুটিতে ৫৯ রানের জুটি গড়েন নাজিমউদ্দিন ও জাভেদ ওমর। অষ্টম ওভারে জাভেদ ওমর ফিরে গেলে নবম ওভারে যুবরাজ সিংয়ের বলে বোল্ড হয়ে ফিরে যান নাজিমউদ্দিন। পরের ব্যাটসম্যানরা কেউ ভালো করতে পারেননি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top