• *** জাতীয় *** জয়নুল আবেদিনের শিল্পকর্ম আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে : রাষ্ট্রপতি *** জাতির পিতার পররাষ্ট্রনীতি আজও মেনে চলি : প্রধানমন্ত্রী *** সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী *** সারাদেশ *** দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নিহত ২ , আহত ৭ *** ছয় বছরের শিশু ধর্ষণের শিকার, প্রতিবেশী যুবক গ্রেপ্তার *** সারাবিশ্ব *** পাকিস্তানে তুষার ধসে ১১ জনের মৃত্যু *** ঐতিহাসিক রানঅফে ভোট দিচ্ছে তুরস্কের জনগণ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


লঙ্কানদের হারিয়ে সিরিজ জিতল গেইল-পোলার্ডরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২১ ১৪:৪২

লঙ্কানদের হারিয়ে সিরিজ জিতল গেইল-পোলার্ডরা

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার সকালে লঙ্কানদের তিন ‍উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ক্যারিবীয়রা।

অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার দেওয়া ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে এক ওভার হাতে রেখেই জিতে যায় পোলার্ডবাহিনী। ক্যারিবীয়দের পক্ষে লেন্ডল সিমন্স ২৬ ও নিকোলাশ পুরান ২৩ রান করেন। এছাড়া ফ্যাবিয়ান অ্যালান ও এভিন লুইস ২১ রান করে করেন।

শ্রীলঙ্কার পক্ষে লাকশান সান্দাকান ৩টি উইকেট লাভ করেন। এছাড়া হাসারাঙ্গা ও দুশমান্ত চামিরা ২টি করে উইকেট নেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩১ রান করে শ্রীলঙ্কা। মাত্র ৪৬ রানে ৪ উইকেট হারানোর পর অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটি গড়েন দিনেশ চান্দিমাল ও অ্যাসেন বান্দারা। চান্দিমাল ৪৬ বলে ৫৪ ও বান্দারা ৩৫ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top