• *** জাতীয় *** অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  *** কমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা *** সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী *** সারাদেশ *** ২ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনামন্ত্রী *** কুরবানির হাট মাতাতে আসছে কোটি টাকার ‘যুবরাজ’ *** সারাবিশ্ব *** বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন থেকে উদ্ধার ৪ শিশু *** দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


কোচ হয়ে বাংলাদেশে আসছেন টাটেন্ডা টাইবু!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২১ ১২:০৬

কোচ হয়ে বাংলাদেশে আসছেন টাটেন্ডা টাইবু!

খুবই অল্প বয়সে নিজের ব্যাটিং দিয়ে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছিলেন জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবু। দলটির অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে অনেকবার হেসেছে টাইবুর ব্যাট। টেস্টে তার সর্বোচ্চ ১৫৩ রানের ইনিংসটিও বাংলাদেশের বিপক্ষে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই টাইবু বাংলাদেশে আসতে পারেন কোচ হিসেবে।

বিকেএসপিতে একজন বিদেশি ক্রিকেট কোচ নিয়োগ দেওয়ার উদ্যোগ ছিল আগে থেকেই। আলোচনা ফলপ্রসূ হলে বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুর যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।

খেলোয়াড় হিসেবে টাইবুর ক্যারিয়ার খুব বেশি লম্বা নয়। ধর্মীয় কাজে মনোযোগ দিতে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে খেলেছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সেও।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top