• *** জাতীয় *** চতুর্থ মেয়াদেও জয়ী হবেন শেখ হাসিনা: ব্লুমবার্গ *** সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী আনিসুল হক *** ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে দুপুর দুইটা পর্যন্ত *** ঈদের ৬ দিন ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ *** সারাদেশ *** সুন্দরবনে হরিণের মাথাসহ দুই শিকারি আটক *** টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২ *** সারাবিশ্ব *** সূর্যের চেয়েও ৩০ বিলিয়ন গুণ বড় কৃষ্ণগহ্বরের সন্ধান *** ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ১০ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


এআই বট ‘বার্ডের’ভুল উত্তরে অ্যালফাবেটের ১০০ বিলিয়ন ডলার ক্ষতি

নিশি রহমান | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৪

ছবি: সংগৃহীত

গুগল মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে, তারা সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে সামনের দিকে আছে। কিন্তু গুগুলের নতুন চ্যাটবট ‘বার্ড’-কে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তর দিয়েছে ভুল আর এর কারনে ১০০ বিলিয়ন ডলার হারিয়েছে গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট। অ্যালফাবেটের শেয়ারের মূল্য ৭ শতাংশ পর্যন্ত পড়ে যায়।

আরও পড়ুন>>> মার্চে নেটফ্লিক্সের ফ্রি পাসওয়ার্ড শেয়ারিং সুবিধা বন্ধ হচ্ছে

টুইটারে গত সোমবারে প্রকাশিত প্রমোশোনাল ভিডিওটিতে দেখা যায়, বটটিকে জিজ্ঞাসা করা হয়, একজন ৯ বছর বয়সী বাচ্চাকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আবিষ্কার সম্পর্কে কী কী জানানো যেতে পারে।

বটটির উত্তর ছিল, টেলিস্কোপটি সৌরজগতের বাইরে ছবি তুলতে সক্ষম প্রথম টেলিস্কোপ। ভুলটি খুব সহজেই জ্যোতির্বিজ্ঞানীদের চোখে পড়ে যায়।  কারণ এই কৃতিত্ব ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ভিএলটি) ২০০৪ সালেই করে দেখিয়েছে।

যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ফেলো ক্রিস হ্যারিসন মজা করে টুইট করেছেন, ‘ভিডিও শেয়ারের আগে আপনারা কেন এ তথ্যের সত্যতা যাচাই করেননি?’

মাইক্রোসফটের পৃষ্ঠপোষকতায় ওপেন এআই নামের স্টার্টআপ প্রতিষ্ঠান চ্যাটজিপিটি সেবা চালুর পর থেকেই গুগল চাপের মুখে আছে বলে ধারণা করা হচ্ছে। এর পরেই চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে আসে গুগলের ‘বার্ড’। চ্যটজিপিটি বাজারে আসার পর থেকেই এটি ভোক্তাদের মুগ্ধ করেছে।

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top