• *** জাতীয় *** চতুর্থ মেয়াদেও জয়ী হবেন শেখ হাসিনা: ব্লুমবার্গ *** সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী আনিসুল হক *** ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে দুপুর দুইটা পর্যন্ত *** ঈদের ৬ দিন ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ *** সারাদেশ *** সুন্দরবনে হরিণের মাথাসহ দুই শিকারি আটক *** টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২ *** সারাবিশ্ব *** সূর্যের চেয়েও ৩০ বিলিয়ন গুণ বড় কৃষ্ণগহ্বরের সন্ধান *** ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ১০ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


আফ্রিকার মালাউইতে ফ্রেডির আঘাতে নিহত বেড়ে ১৯০

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩ ১৭:১৮

মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডি

পূর্ব আফ্রিকার দেশ মালাউইত ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে ১৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৫৮৪ জন ও নিখোঁজ রয়েছেন ৩৭ জন।

স্থানীয় কর্তৃপক্ষ গত মঙ্গলবার জানায়, ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। সবাই তাদের প্রিয়জনদের সন্ধান চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সময় গত সোমবার (১৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। প্রথমে মৃতের সংখ্যা ১০০ বলা হলেও পড়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। 

মালাউইয়ের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ঝড়টি দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও বাতাস বয়ে যাচ্ছে। যে কারণে ভারী বন্যা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে।

মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কমিশনার চার্লস কালেম্বা জানান, পরিস্থিতি আরও খারাপ হয়েছে দক্ষিণ মালাউইতে। অনেক জায়গা প্লাবিত হয়েছে। অনেক সড়ক ও সেতু ধ্বংস হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং ফোন নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। এটা খারাপের দিকে যাচ্ছে।

এছাড়া, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানেও সমস্যা হচ্ছে বলে জানান তিনি। মালাউইয়ের শিক্ষা মন্ত্রণালয় গত রোববার (১২ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ফ্রেডির ১০টি সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার স্কুলগুলো বুধবার (১৫ মার্চ) পর্যন্ত বন্ধ থাকবে। 

মালাউই তার ইতিহাসে সবচেয়ে মারাত্মক কলেরা প্রাদুর্ভাব মোকাবিলায় লড়াই করছে। জাতিসংঘের সংস্থাগুলোর আশঙ্কা, ঘূর্ণিঝড় ফ্রেডির জেরে ভারী বৃষ্টিপাত ও সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে পূর্ব আফ্রিকার এই দেশটির পরিস্থিতি আরও খারাপ হতে পারে। 

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top