মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

গাজার শিশুরা যেন অনাহারে না মরে—মানবতার ডাক দিলেন ওবামা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১৬:১৯

ছবি: সংগৃহীত

গাজার শিশুরা যেন অনাহারে না মরে—এই মানবিক আহ্বান জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার (২৮ জুলাই), এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন—গাজায় যে দুর্ভিক্ষ চলছে, তা প্রতিরোধযোগ্য। তাই এখনই পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন—স্থায়ী শান্তির জন্য সব জিম্মিদের মুক্তি ও ইসরাইলি সামরিক অভিযান থামানো দরকার। কিন্তু তার আগেই যা জরুরি—তা হলো নিরীহ মানুষের মৃত্যু রোধ।

ওবামা জোর দিয়ে বলেন—মানুষের কাছে খাবার, পানি ও চিকিৎসা পৌঁছাতে দিতে হবে। বেসামরিক জনগণকে এসব মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করার কোনও ন্যায্যতা থাকতে পারে না।

এর আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে—গাজায় অপুষ্টির হার পৌঁছেছে ‘উদ্বেগজনক’ পর্যায়ে। হাসপাতালগুলোতে শিশুদের মৃত্যু বাড়ছে, শুধু খাবারের অভাবে।

দুই দশকেরও বেশি সময় ধরে মানবতার বার্তা দিয়ে আসা ওবামার এমন কণ্ঠস্বর এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে। এখন প্রশ্ন একটাই—আন্তর্জাতিক মহল কি ওবামার ডাকে সাড়া দেবে?

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top