সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ইয়েমেনে নৌকাডুবিতে নিহত ৬৮, নিখোঁজ ৭৪, সমুদ্রেই থেমে গেল জীবন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫, ১২:৩৭

ছবি: সংগৃহীত

এক হৃদয়বিদারক ট্র্যাজেডি—আফ্রিকা থেকে স্বপ্নের খোঁজে রওনা হওয়া ১৫৪ জন মানুষের যাত্রা থেমে গেল ইয়েমেন উপকূলে। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ৭৪ জন। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর তথ্য অনুযায়ী, ইথিওপিয়ান নাগরিক বোঝাই একটি নৌকা ইয়েমেনের আবইয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়।

আইওএম প্রধান আবদুসাত্তোর এসোয়েভ জানান—মাত্র ১২ জন বেঁচে ফিরেছেন এই বিভীষিকা থেকে। ৫৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে খানফার জেলায়, বাকিদের মৃতদেহ ভেসে এসেছে অন্য স্থানে।

স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে মরদেহগুলো। ইয়েমেনি কর্তৃপক্ষ জানিয়েছে—নিহতদের দাফনের প্রস্তুতি চলছে শাকরা শহরের কাছে। খোঁজ চলছে এখনো নিখোঁজদের, যদিও আশা প্রতিদিনই ক্ষীণ হয়ে আসছে। এই মর্মান্তিক ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো—দারিদ্র্য, সংঘাত আর অনিশ্চয়তা কতটা বড় জোরে মানুষকে ঠেলে দেয় বিপজ্জনক যাত্রায়, যেখানে গন্তব্য প্রায়ই মৃত্যু।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top