সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার আকাশে ছাইয়ের মেঘ, ৬০০ বছরের নিস্ক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫, ১৩:১৪

ছবি: সংগৃহীত

শত শত বছরের নিদ্রা ভেঙে জেগে উঠেছে এক বিশাল আগ্নেয় দৈত্য! রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি, ৬০০ বছর পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত করেছে।

রোববার ভোরে হঠাৎ করেই এই বিশাল আগ্নেয়গিরি থেকে ছাই ছড়িয়ে পড়ে ৬ কিলোমিটার বা ৩.৭ মাইল উচ্চতায়। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আকাশ ছেয়ে গেছে ঘন ছাইয়ের মেঘে।

এর আগে অঞ্চলটিতে একটি ৮.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। অগ্ন্যুৎপাতের সময় আবারও ৭.০ মাত্রার আরেকটি ভূমিকম্প ঘটে—যার ফলে তিনটি অঞ্চলে জারি হয় সুনামি সতর্কতা। তবে পরবর্তীতে সেই সতর্কতা তুলে নেওয়া হয়।

কামচাটকার জরুরি বিভাগ জানিয়েছে, ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়েছে প্রশান্ত মহাসাগরের দিকে, তবে আশেপাশের জনবসতিতে এখনো পর্যন্ত ছাই পড়ার কোনো তথ্য নেই।

ক্রাশেনিনিকভ এই অঞ্চলের জন্য একটি ঐতিহাসিক আগ্নেয়গিরি, যা শতাব্দীর পর শতাব্দী নিস্ক্রিয় ছিল। রাশিয়ার আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ওলগা গিরিনা বলেন—“এটি ৬০০ বছরের মধ্যে প্রথম নিশ্চিত অগ্ন্যুৎপাত।

আর্টেম শেল্ডারের তোলা ড্রোনচিত্রে ধরা পড়েছে এই বিশাল অগ্ন্যুৎপাতের দৃশ্য, যা পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ২০০ কিলোমিটার দূরে। প্রকৃতির এই বিস্ময়কর জাগরণ যেন আমাদের মনে করিয়ে দেয়—পৃথিবী এখনও পুরোপুরি ঘুমিয়ে নেই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top