রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্র-রাশিয়ার শীর্ষ বৈঠক ১৫ আগস্ট, ইউক্রেন যুদ্ধে শান্তির আশা?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫, ১৫:১৭

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক করবেন। ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় বৈঠকের কথা ঘোষণা করেন। ক্রেমলিনও এ তথ্য নিশ্চিত করে, বলেছে আলাস্কা ‘যৌক্তিক জায়গা’।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেন যুদ্ধে কিছু অঞ্চল রাশিয়ার হাতে থাকতে পারে। তিনি বলেন, তিন বছর ধরে চলা লড়াইয়ে প্রাণ গেছে অনেক, তাই কিছু জায়গা অদলবদল হতে পারে। খবরে বলা হয়েছে, রাশিয়া দনবাস ও ক্রিমিয়া রাখবে, আর খেরসন ও জাপোরিঝিয়া ছেড়ে দিতে পারে।

তবে ইউক্রেন ও ইউরোপ বলেছে, তারা সীমান্ত ছাড়তে রাজি নয়। জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, শর্তে রাজি নয়। রাশিয়ার শর্তে রয়েছে— ইউক্রেনকে নিরপেক্ষ রাখা, ন্যাটো থেকে দূরে রাখা, নিষেধাজ্ঞা প্রত্যাহার ইত্যাদি।

তিন দফা আলোচনার পরও শান্তিচুক্তি হয়নি। এখন পর্যন্ত রাশিয়া ইউক্রেনের ২০ শতাংশ দখল করে আছে। ট্রাম্প বলছেন, শান্তির সুযোগ এখনও আছে এবং জেলেনস্কিও প্রস্তুত। এটি ট্রাম্প ও পুতিনের প্রথম সরাসরি বৈঠক ইউক্রেন যুদ্ধের পর। ইউক্রেন যুদ্ধে শান্তি আসবে কিনা, সময় বলবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top