সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্পে ধসে পড়লো ১৬ ভবন, নিহত বৃদ্ধা নারী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫, ১২:৫৮

ছবি: সংগৃহীত

তুরস্কে আবারও আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প! উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার কম্পনে কেঁপে উঠলো সিনদিরগি শহর। ধসে পড়েছে ১৬টি বহুতল ভবন, আহত অন্তত ২৯ জন, আর প্রাণ হারিয়েছেন ৮১ বছর বয়সী এক নারী।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। কেন্দ্র ছিল সিনদিরগি শহরেই, আর কম্পন অনুভূত হয় ইস্তাম্বুল পর্যন্ত।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন— ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার কিছুক্ষণ পরেই মারা যান সেই বৃদ্ধা নারী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে এর বাইরে গুরুতর ক্ষয়ক্ষতির খবর নেই।

প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে লিখেছেন— আল্লাহ আমাদের দেশকে যেকোনো দুর্যোগ থেকে রক্ষা করুন। তিনি আরও জানান, উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তুরস্ক তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় ভূমিকম্পপ্রবণ দেশ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top