সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

জাতিসংঘে ইসরায়েলকে কঠোর সমালোচনা, নেতানিয়াহুর পাল্টা দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫, ১৩:০৮

ছবি: সংগৃহীত

আজ জাতিসংঘে তোপের মুখে পড়েছে ইসরায়েলের নতুন সামরিক পরিকল্পনা। গাজা সিটি পুরোপুরি দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা তৈরি করেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়াসহ একাধিক দেশ সতর্ক করে বলেছে— এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে। তারা এটিকে অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানায়।

কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন— এটাই যুদ্ধ শেষ করার সেরা উপায়, যা গাজাকে হামাসের হাত থেকে মুক্ত করবে। তিনি আরও দাবি করেন, গাজায় ইসরায়েলি জিম্মিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে।

চীন বলছে— গাজার মানুষের বিরুদ্ধে সমষ্টিগত শাস্তি মেনে নেওয়া যাবে না। রাশিয়া সতর্ক করছে— এই অভিযান সংঘাত আরও বাড়িয়ে তুলবে।

জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেঙ্কা সরাসরি সতর্ক করে বলেন— যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয়, গাজায় আরেকটি ভয়াবহ বিপর্যয় নামবে, যা পুরো অঞ্চলে ধ্বংসযজ্ঞ ডেকে আনবে।

জাতিসংঘের মানবিক দপ্তরের রমেশ রাজাসিংহমের ভাষায়— গাজার খাদ্য সংকট এখন আর ‘আসন্ন’ নয়, এটা এখন সরাসরি দুর্ভিক্ষ, নিছক ও নিখাদ অনাহার।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top