সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

রোমে আটকা বিমানের ড্রিমলাইনার, ২৬২ যাত্রী অপেক্ষায় মেরামতের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫, ১৭:৪৯

ছবি: সংগৃহীত

রোমে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক ড্রিমলাইনার! ২৬২ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা থাকলেও, শেষ মুহূর্তে দেখা দিল যান্ত্রিক ত্রুটি।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে বিজি ৩৫৬ ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। কিন্তু ঠিক উড্ডয়নের আগ মুহূর্তে—ডানার ফ্ল্যাপ কাজ করা বন্ধ করে দেয়!

বিমানটির প্রকৌশলীরা দ্রুত চেষ্টা চালিয়েও সমস্যার সমাধান করতে পারেননি। ফলে ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। বর্তমানে বিমানটি রোম বিমানবন্দরে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।

বিমান বাংলাদেশ জানিয়েছে—প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যার মধ্যে রোমে পৌঁছাবে এবং মেরামতের পর একই ফ্লাইটে যাত্রীদের দেশে ফেরানো হবে। বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা নেই, তাই যাত্রী ও ক্রুরা আপাতত হোটেলেই থাকবেন।

এর আগে, একই এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে এসেছিল। এবারও সেই পুরনো দুর্ভাগ্য যেন ছাড়ছে না বিমানকে! রোমে আটকে পড়া ২৬২ যাত্রীর অপেক্ষা—যন্ত্রাংশ পৌঁছানোর পরই ফিরবে হাসি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top