ইতালিতে আটক সৌদি জাহাজ, ইসরায়েলের জন্য অস্ত্র বহন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫, ১৬:০৮

ইসরায়েলের জন্য অস্ত্র বহনের অভিযোগে ইতালির জেনোয়া বন্দরে আটক হলো সৌদি মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ। বাহরি ইয়ানবু নামের এই জাহাজটি সৌদি শিপিং কোম্পানি বাহরি পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের বাল্টিমোর থেকে আসা এ জাহাজে ইতালির প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জাম তোলার কথা ছিল—যার মধ্যে আবু ধাবির জন্য তৈরি একটি কামান ও ভারী অস্ত্রও ছিল।
৪০ জন বন্দরশ্রমিক পরিদর্শনে গিয়ে দাবি করেন—জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। তারা ঘোষণা দেন—আমরা যুদ্ধের জন্য কাজ করি না এবং যুদ্ধক্ষেত্রে পাঠানো এ ধরনের মাল খালাসে অস্বীকৃতি জানান।
শ্রমিক ইউনিয়ন নেতারা সতর্ক করেছেন—এ ধরনের কার্যক্রম গাজার যুদ্ধাপরাধে সহায়তার সমান। ২০১৯ সালেও একই জাহাজে অস্ত্র আটকানো হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বিভিন্ন বন্দরে ইসরায়েলগামী অস্ত্র আটকানোর ঘটনা বেড়েছে। গাজায় ইসরায়েলের অবরোধে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে—অনাহারে প্রাণ হারাচ্ছে শিশুরা।
অভিযোগ অস্বীকার করেছে বাহরি। বিবৃতিতে তারা জানিয়েছে—এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, কোম্পানি কখনো ইসরায়েলে পণ্য পাঠায়নি এবং সব আন্তর্জাতিক নিয়ম মেনে চলে। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছে তারা। অস্ত্র পাচার নাকি রাজনৈতিক অভিযোগ—সত্য উদঘাটন সময়ই বলবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।